১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম চাঁদপুরের হাইমচরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ১১ জন জেলেকে আটক করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে কোস্ট গার্ড দেশজুড়ে টহল জোরদার করেছে। এর অংশ হিসেবে গত রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট নয়াআনি ও মৎস্য অধিদপ্তরের একটি যৌথ দল হাইমচর থানার লামছড়ি, কাটাখালী...