স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান বলেন, টাইফয়েড জ্বর বাংলাদেশের সবচেয়ে মারাত্মক টিকা-প্রতিরোধযোগ্য রোগগুলোর মধ্যে একটি, যা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। টাইফয়েডের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।’ তিনি জানান, টাইফয়েড সাধারণত দূষিত পানি, খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের মাধ্যমে ছড়ায় এবং ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। সারাদেশে মাসব্যাপী ‘টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫’ অব্যাহত রয়েছে। এই কর্মসূচির আওতায় সরকার সারাদেশে ৫ কোটিরও বেশি শিশুকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করছে। প্রাথমিক শ্রেণি থেকে নবম শ্রেণি (বা সমমান) পর্যন্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ে এবং কমিউনিটি পর্যায়ে ইপিআই কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত টিকা দেওয়া হবে। টিকা নিতে হলে অভিভাবকদের তাদের শিশুর জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে অনলাইনে vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বাংলাদেশে এই প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান...