জানজট—এই শব্দটি শুনলেই আমাদের মনে irritation বা বিরক্তি কাজ করে। সময় নষ্ট হয়, জ্বালানির অপচয় হয়, রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি হয়, মানুষ পড়ে চরম ভোগান্তিতে। অথচ বিশ্বের উন্নত দেশগুলো জানে, “টাকা ঘুরলেই টাকা”—তাদের পরিকল্পনা সেই অনুযায়ীই সাজানো। কিন্তু আমাদের দেশে সেই পরিকল্পনার ঘাটতি যেন সর্বত্রই। এমনই এক উদাহরণ দেখা গেল ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায়। ছয় লেনের এই হাইওয়ের পাঁচ লেন দখল করে বসেছে অবৈধ বাজার। মাত্র একটি লেন দিয়েই চলছে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন। এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে রঙিন ছাতার নিচে বসেছে সারি সারি দোকান। কেউ বিক্রি করছেন ফলমূল, কেউবা তরকারি, কেউ কাপড়চোপড়। এমনকি মাঝের আইল্যান্ডের উপরেও বসেছে দোকান। একপাশে যানবাহনের দীর্ঘ লাইন, অন্যপাশে চলছে বেচাকেনা। স্থানীয় এক দোকানদার জানালেন, “কাজকর্ম নাই, চাকরি পাওয়া যায়...