জয়পুরহাট জেলার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ক্ষেতলালে, নকশিকাঁথা তৈরি হচ্ছে এবং এটি একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প হিসেবে পরিচিত। আলমপুর ও এর আশপাশের ১০ গ্রামে শতশত নারী নকশিকাঁথা সেলাই করে স্বাবলম্বী হচ্ছেন। জেলার ক্ষেতলাল উপজেলা নকশিকাঁথা তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানকার নারীরা হস্তশিল্পের মাধ্যমে নকশিকাঁথা তৈরি করেন, যা শুধু দেশেই নয়, এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। বিভিন্ন সমিতির মাধ্যমে নারীদের নকশিকাঁথা সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা এই হস্তশিল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। তৈরি হওয়া নকশিকাঁথাগুলো বর্তমানে কৃষিমেলা, হস্তশিল্প মেলা, বস্ত্রমেলাসহ বিভিন্ন মেলায় বিক্রি হয়। এছাড়াও, বগুড়া, জয়পুরহাট ও ঢাকার অনেক শোরুম মালিকরা এবং বিদেশে হস্তপণ্য রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলো এসব নকশিকাঁথা সংগ্রহ করে নিয়ে যায়। যদিও জয়পুরহাটের কালাইয়ে এই কুটির শিল্পটি হারিয়ে যাচ্ছে বলে একটি সংবাদে উল্লেখ আছে, তবে ক্ষেতলাল এলাকায় নকশিকাঁথা তৈরি...