খেলার মাঠে খেলোয়াড়ের প্রাণ হারানো সবসময়ই হৃদয়বিদারক ঘটনা। ক্রিকেট হোক বা ফুটবল—মাঠে এমন মৃত্যুর নজির আছে অনেক। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার এক স্থানীয় ক্রিকেটারের নাম। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানো এই বাঁহাতি পেসারের নাম আহমার খান। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের বিলারি ব্লকে ইউপি ভেটেরান্সের আয়োজনে একটিক্রিকেটম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে মোরাদাবাদ ও সম্বল দল অংশ নেয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। খেলায় জয়ের জন্য সম্বলের প্রয়োজন ছিল শেষ ওভারে ৪ বলে ১৪ রান। বোলিংয়ে ছিলেন আহমার খান। ৪ বলে ১১ রান দেওয়ায় তার দল ৩ রানে জয় পায়। কিন্তু বিপর্যয় ঘটে শেষ বলের পর। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আহমারের শেষ বলটি লেগ সাইডে খেলে চার মারেন ব্যাটার। বল করার পরই আহমার হঠাৎ বুকে হাত দিয়ে ক্রীজে...