আমি একটি ব্রোকেন পরিবারের মেয়ে সন্তান। আমার বয়স ৩২। আমি বড় হয়েছি আমার মায়ের কাছে। বাবার সঙ্গে আমাদের কোনও সম্পর্কই ছিল না কোনোদিন। তার প্রতি ছোটবেলা থেকে অশ্রদ্ধা জন্ম নেওয়ায় আমি কোনোদিন কোনও ছেলেকে বিশ্বাস করতে পারিনি। আমার মায়ের মতো এত মানবিক, দায়িত্বশীল মানুষকে যখন অসম্মানিত করে ছেড়ে যাওয়া যায় তখন আসলে সবই সম্ভব। এভাবে ভাবতে গিয়ে একসময় লক্ষ্য করলাম, আমি ছেলেদের ভয় পাই, আমি কোনও ভরসার জায়গা খুঁজে পাই না। ইদানীং আমার একটি সম্পর্ক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা পরস্পরকে পছন্দ করছি, কিন্তু কোনও একটা সম্পর্কে জড়ানোর সাহস আমার নেই। আমি কি এ থেকে বের হতে পারবো? প্রথমেই সবচেয়ে জরুরি কথাটা বলি। হ্যাঁ, আপনি অবশ্যই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার মনে যে প্রশ্নটি জেগেছে, ‘আমি কি পারব?’—এই...