নাটকীয় ঘটনার নজির দেখা গেল ইসরায়েলের পার্লামেন্টে। সেখানে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি’র দাবি তুলেছেন এক সংসদ সদস্য (এমপি)।তাও আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই উঠলো এমন দাবি। সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েল সফররত ট্রাম্প দেশটির পার্লামেন্টে ‘নেসেট’-এ ভাষণ দিতে গেলে কিছু এমপি হট্টগোল করেন। এতে থেমে যায় ট্রাম্পের ভাষণ। যদিও শুরুতে তুমুল করতালির মধ্য দিয়ে ভাষণ শুরু করেন ট্রাম্প। হট্টগোলের সময় এক এমপির হাতে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা একটি কাগজ দেখা যায়। আল জাজিরার খবর অনুসারে, ওই এমপির নাম আইমান ওদেহ। ঘটনাটির কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে পার্লামেন্ট কক্ষ থেকে বের করে নিয়ে যান। আইমানের সঙ্গে ওফার কাসিফ নামে আরেক এমপিকেও বের করে নেয় নিরাপত্তা বাহিনী। হট্টগোলের আগে আইমান ওদেহ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘অধিবেশনে যে পরিমাণ ভণ্ডামি চলছে, তা...