মানিকগঞ্জে ভিন্ন ভিন্ন ঘটনায় নিহত পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) বিভিন্ন উপজেলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানান, দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার ভাড়াবাসা থেকে দরজা ভেঙে আবু হানিফ (২৮) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।আরো পড়ুন:নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যাজিসান হত্যা: আদালতে জবানবন্দি দিলেন ৩ আসামি নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা এছাড়া সদর উপজেলার জয়রা এলাকার মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন মধ্যবয়স্ক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল বসরের ছেলে। তিনি বিদেশে লোক পাঠানোর কাজ করতেন। মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, নিহত হানিফের সাবেক স্ত্রী জরুরী সেবায় ফোনের মাধ্যমে বিষয়টি পুলিশকে...