বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সবশেষ পর্বের দৃশ্যধারণ হয়েছে কুড়িগ্রামের উলিপুরে। তবে সেখানে ধারণকৃত পর্বটিতে প্রকৃত ভাওইয়াশিল্পীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় ভাওয়াইয়াশিল্পী শফি ভাওয়াইয়া। তাঁর মতে, ইত্যাদির উলিপুর পর্বে যে শিল্পীরা অংশ নিয়েছেন, তাঁদের সঙ্গে ভাওয়াইয়ার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই! রোববার (১২ অক্টোবর) সামাজিকমাধ্যম ফেসবুকে এ গুরুতর অভিযোগ তুলে শফি ভাওয়াইয়া বলেন, ‘কুড়িগ্রাম ভাওয়াইয়ার সূতিকাগার, এই জেলার মাটিতে জন্ম নিয়েছেন ভাওয়াইয়ার মুকুট অনন্ত কুমার দেব, শফি ভাওয়াইয়া, পঞ্চানন রায়, ভূপতি ভূষণ বর্মা, জাহাঙ্গীর হোসেন জেহাদ, পারুল রায়, মাহবুবা আক্তার দয়া, মদন মোহন, নাজমুল হুদার মতো অসংখ্য জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ শিল্পী ও গবেষক।’ অভিযোগ অবতারনা করে তিনি বলেন, ‘এই জেলার ভাওয়াইয়া ঐতিহ্য আব্বাসউদ্দীন, কছিম উদ্দিন ও নুরুল ইসলাম জাহিদের মতো কিংবদন্তিদের হাত ধরে বিশ্বে পরিচিতি পেয়েছে। তবুও দুঃখের...