“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বড়লেখা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাদের নিয়ে উপজেলা পরিষদের চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে র্যালি শেষ হয়।এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন ( অতিরিক্ত দায়িত্ব) কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) নিবাস চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ অফিসার এ এস এম রাশেদুজ্জামান বিনহাফিজ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাংবাদিক আব্দুল রব প্রমুখ।বক্তারা বলেন,...