ব্যক্তির নাম সরিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ১৬ কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব কলেজ থেকে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ও তাদের আত্মীয়স্বজনদের নাম বাদ দেওয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা-৬ এর উপসচিব কাজী নুরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।এ চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পত্র এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভায় সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার এক স্মারকে জারিকৃত পত্রের নির্দেশনার আলোকে নিম্নোক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন করা হলো।নাম পরিবর্তন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো— নাটোর সদর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের নাম নাটোর সদরের চন্দ্রকোলা ডিগ্রি কলেজ, চাঁদপুরের কচুয়ার শেখ মুজিবর রহমান কলেজের নাম রহিমানগর ডিগ্রি কলেজ, খুলনার দিঘলিয়ার এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজের নাম পথের বাজার গার্লস কলেজ, মেহেরপুর...