উজ্জ্বল সাহেব বলেন, “কয়েকদিন আগে আমার এক স্টাফের বিয়েতে যাওয়ার সময় রাস্তার বেহাল অবস্থায় পড়ে যাই। তখনই উপলব্ধি করি, সাধারণ মানুষ কী ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করছে। তখনই সিদ্ধান্ত নিই, নিজের সামর্থ্য অনুযায়ী এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু করব।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়। সমাজের সব সচেতন নাগরিককেই নিজের জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। আমি কাজটি করেছি মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে।” তার এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও কৃতজ্ঞতা। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন...