সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় তিন কোটি টাকার অধিক মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ৩০ মিনিটে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা হতে একটি পিকআপসহ প্রায় তিন কোটি টাকার অধিক মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করে। এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান,...