চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহের মৃত্যুর ঘটনায় রিভিশন সংক্রান্ত শুনানির আদেশের জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার (১৩ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন। এদিন আদালতে বাদীপক্ষের আইনজীবী মো. ওবায়দুল্লাহ তার রিভিশন মামলার শুনানি শেষ করেন। বাদীপক্ষের আইনজীবী মো. ওবায়দুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমরা মামলার কিছু ডকুমেন্ট চেয়ে রিভিশন দায়ের করি। ২০২২ সাল থেকে আমরা শুনানি শুরু করি। আজকের দিনে এসে শুনানি শেষ হলো। আমরা শতভাগ আশাবাদী, আদালত আমাদের রিভিশন মঞ্জুর করবেন। তিনি আরও জানান, রিভিশন মঞ্জুর হলে তথ্যগুলো পর্যালোচনা করে তারা মামলাটি পুনরায় তদন্তের আবেদন জানাবেন। রিভিশন শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সালমান শাহের ভক্তরা উপস্থিত হন এবং বিচারের দাবিতে মানববন্ধন করেন। ১৯৯৬...