সঞ্চয়পত্রের বিক্রি কমছে অস্বাভাবিক হারে। জুলাইয়ের তুলনায় আগস্টে কমেছে ৭৮ দশমিক ৪২ শতাংশ এবং গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের আগস্টে কমেছে ৮৭ দশমিক ৬৭ শতাংশ। সঞ্চয়পত্রের বিক্রি কমছে যাওয়ার পেছনে তিনটি প্রধান কারণ পাওয়া গেছে। জানা যায়, গত বছরের আগস্টে সঞ্চয়পত্রে গ্রাহকদের বিনিয়োগ বা কেনার পরিমাণ ছিল ২ হাজার ৩৬ কোটি টাকা। চলতি বছরের আগস্টে বিক্রি কমে দাঁড়িয়েছে ২৮৯ কোটি টাকায়। ওই সময়ের ব্যবধানে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে ১ হাজার ৭৮৫ কোটি টাকা বা ৮৭ দশমিক ৬৭ শতাংশ। গত অর্থবছরে জুলাই-আগস্টের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে নিট বিক্রি কমেছে ৬২ দশমিক ৭৮ শতাংশ। চলতি অর্থবছরের জুলাইয়ের তুলনায় আগস্টে নিট বিক্রি কমেছে ৭৮ দশমিক ৪২ শতাংশ। সঞ্চয়পত্রের বিক্রি কমার পেছনে তিনটি কারণকে শনাক্ত করা হয়েছে। আরও পড়ুনআরও পড়ুন৫ ব্যাংক একীভূতকরণে...