ফরিদপুরে বেশ কয়েক দিন যাবত নিত্যপণ্যের বাজারদর ঊর্ধ্বমুখী। মাঝে দাম কিছুটা কমলেও কয়েক দিনের ব্যবধানেই তা আবার বেড়ে গেছে। এদিকে বাজারে সব ধরনের শাক-সবজি পর্যাপ্ত পরিমাণে থাকলেও দামের লাগাম টানতে পারছে না কেউ। এতে অনেকটা দিশেহারা হয়ে পড়েছে মধ্যবিত্তসহ সাধারণ মানুষ। ঘন বৃষ্টির কারণে উৎপাদনে ক্ষতির মুখে পড়ায় শাক-সবজির দাম বেড়েছে বলে জানান কৃষকেরা। বিক্রেতারা জানান, আগামী ১৫ দিনের মধ্যে বাজারে শীতের সবজি চলে এলে দাম কিছুটা সহনীয় পর্যায়ে নেমে আসবে। ফরিদপুর শহরের চকবাজার কাঁচাবাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, বেগুন ৯০ থেকে ১০০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৬৫ থেকে ৭০ টাকা, পটল ৫৫ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকা, লাউ ছোট-বড় ৬০ থেকে ১০০ টাকা, পাতা কপি...