গেল মে মাসের শেষ দিকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিল খেলেছে চারটি ম্যাচ। যার দুটিতে জয়, একটি করে ড্র ও হার। বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ব্রাজিল এখন আছে এশিয়া সফরে। প্রথম প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ব্রাজিল। সেই ম্যাচে দুর্দান্ত ব্রাজিলের দেখা মিলেছে। এবার জাপানের মুখোমুখি হওয়ার আগে আনচেলত্তি বললেন, ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস গড়তে চান আনচেলত্তি। পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। যার সবশেষটি ২০০২ সালে। আনচেলত্তি সেলেসাওদের বিশ্বকাপ জেতাতে পারলে ইতিহাসই গড়বেন। কারণ, ব্রাজিল কখনো বিদেশি কোচের অধিনে বিশ্বকাপ জেতেনি। এবার ছয় দশক পর প্রথমবারের মতো বিদেশি কোচ পেয়েছে ব্রাজিল। আনচেলোত্তি বলেন, 'আমার লক্ষ্য হলো ব্রাজিল জাতীয় দলের জন্য সর্বোচ্চটা দেওয়া, খেলোয়াড়দের সেরা খেলাটা খেলানো, এবং বিশ্বকাপ জেতা। হ্যাঁ, এখনও কোনো...