লাহোর টেস্টে দ্বিতীয় দিনের শেষটা দারুণ করলো পাকিস্তান। তৃতীয় সেশনের শেষদিকে দ্রত কয়েকটি উইকেট তুলে নিয়েছে স্বাগতিক বোলাররা। তাতে দুইশ রান তুলতেই ৬ উইকেট নেই প্রোটিয়াদের। সোমবার (১৩ অক্টোবর) লাহোর টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে পাকিস্তান। স্বাগতিকদের দেয়া ৩৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। তাতে দ্বিতীয় দিন শেষে এখনো ১৬২ রানে পিছিয়ে সফরকারীরা। গতকাল (রোববার) প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৩ রান তুলেছিল পাকিস্তান। দ্বিতীয় দিনের শুরুটাও ভালোই করেছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। এই জুটিতে আজ আরও ৪৯ রান যোগ করেন তারা। দলের ৩৬২ রানের মাথায় ফিরে যান রিজওয়ান। সাজঘরের ফেরার আগে ১৪০ বলে ৭৫ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। রিজওয়ান ফেরার পরই ব্যাটিং বিপর্যয় শুরু হয়...