ঢাকার সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে শিক্ষা মন্ত্রণালয়কে আরও কিছুদিন সময় দিয়ে সড়ক ছাড়ছেন শিক্ষার্থীরা। সোমবার বিকালে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যা সোয়া ৬টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি মো. নাইম হাওলাদার। তিনি বলেন, " উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলেছি, আমাদের জানিয়েছেন, তাদের অধ্যাদেশ জারি করতে আর কী কী প্রশাসনিক ধাপ বাকি আছে। তারা ৬ হাজারের বেশি মতামত পেয়েছেন বলে জানিয়েছেন, সেগুলো সংকলন করা হচ্ছে। এরপর তারা অংশীজনদের সাথে পরামর্শ সভার আয়োজন করবেন। " আমরা মন্ত্রণালয়কে অধ্যাদেশ জারি করতে আর কিছুদিন সময়...