অবশেষে দীর্ঘ এবং বেদনাময় দুঃস্বপ্নের অবসান: ট্রাম্প, জীবিত ২০জন ইসরায়েইলি জিম্মি মুক্ত, অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন - সংক্ষেপে বিশ্বের সব খবর... হামাস মুক্তি দেয়ার পর জীবিত ২০জন জিম্মিই ইসরায়েলে ফিরেছেন৷ ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিচ্ছেন ডনাল্ড ট্রাম্প৷ তার বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের জন্য এ এক দারুণ দিন৷’’ তিনি আরো বলেন, ‘‘(মধ্যপ্রাচ্য) অঞ্চলে গোলযোগ সৃষ্টিকারীরা পুরোপুরি পরাজিত হয়েছে৷ সভ্যতার শত্রুরা পিছু হঠেছে৷’’ ‘‘অবশেষে দীর্ঘ এবং বেদনাময় দুঃস্বপ্নের অবসান হলো,’’ বলেন ট্রাম্প৷ ইসরায়েল সফর শেষে গাজা শান্তি সম্মলেনে যোগ দিতে মিশরে যাবেন ডনাল্ড ট্রাম্প৷ ২০জনেরও বেশি বিশ্ব-নেতা সেই সম্মেলনে যোগ দেবেন৷ ইসরায়েল আগেই জানিয়েছিল, সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হলে তারা দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিতে প্রস্তুত৷ ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পেলেন জোয়েল মোকির, ফিলিপে আগিয়োঁ, ও পিটার হাওইট৷অর্থনৈতিক...