পশ্চিম লন্ডনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক এক আধুনিক একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে লন্ডনের সুপরিচিত ইউনিভার্সিটি ইম্পেরিয়াল কলেজ লন্ডন। বর্তমানে একটি ১২ তলা ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে পরামর্শ বা মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইম্পেরিয়াল কলেজ। এ ভবনে গবেষণা ও ল্যাবরেটরি সুবিধার পাশাপাশি ক্যাফে ও প্রদর্শনী এলাকার মতো সাধারণ মানুষ ব্যবহারের স্থানও থাকবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। প্রস্তাবিত এ ভবনটি যুক্তরাজ্যের হোয়াইট সিটি শহরে ইম্পেরিয়াল কলেজের ক্যাম্পাস উন্নয়নের বড় পরিকল্পনারই একটি অংশ। কলেজটি বলেছে, ‘কম্পিউটার বিজ্ঞানী, গণিতবিদ ও ব্যবসা বিশেষজ্ঞদের একসঙ্গে করে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও মেশিন লার্নিংয়ের জন্য এক শক্তিশালী কেন্দ্র হিসেবে কাজ করবে’ নতুন ভবনটি। ২০১৯ সালে এ স্থানের জন্য প্রাথমিক নির্মাণ কাজের অনুমোদন দিয়েছিল যুক্তরাজ্যের হ্যামারস্মিথ ও ফুলহ্যাম কাউন্সিল। ফলে কলেজটির জন্য...