প্রায় এক যুগ পর আগামী ডিসেম্বরে ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় আসার কথা নিশ্চিত করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার নতুন খবর হচ্ছে, মেসির সফর সঙ্গে হবেন সুয়ারেজ ও ডি-পল, যোগাযোগ করা হচ্ছে নেইমারের সাথেও। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মেসির সঙ্গে সফরে তার দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি-পল আসবেন। আয়োজকরা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এর সাথেও যোগাযোগ শুরু করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে আবারো দেখা যেতে পারে ‘এমএসএন’ ত্রয়ী কে। সুয়ারেজ ইতোমধ্যে সফরে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন বলে জানা গেছে। অন্যদিকে নেইমারের সাথে আয়োজকদের আলোচনা এখনো চলছে। তিন দিনের সফরে প্রথম দিন ১৩ ডিসেম্বর মেসির কলকাতায় থাকার কথা রয়েছে। এরপর ১৪ ডিসেম্বর মুম্বাই এর ওয়াংখেড় স্টেডিয়াম এবং ১৫ ডিসেম্বর...