বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই আসরে তামিম ইকবালের নেতৃত্বে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। তবে বিপিএলের পরবর্তী আসরে এই তারকাসমৃদ্ধ দলটির অংশগ্রহণ নিয়ে শঙ্কা জেগেছে। একইসঙ্গে দলটির অধিনায়ক তামিমেরও বিপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে বরিশাল ফ্রাঞ্চাইজির মালিক মিজানুর রহমান জানিয়েছেন, বরিশাল যদি বিপিএলে অংশ নেয়, তাহলে তামিমও বরিশালের বিপিএল খেলবেন। মূলত তামিম ক্রিকেট ছেড়ে বোর্ডের দায়িত্বে আসতে চেয়েছিলেন। সদ্য সমাপ্ত বিসিবি নির্বাচনে অংশ নিয়ে সভাপতি পদের জন্য লড়ার কথা ছিল তার। সে কারণে ক্রিকেট থেকে পড়ে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং দেশের বৃহৎ সংখ্যক ক্লাব নিয়ে ক্রিকেট বর্জনের ঘোষণাও দেন। তবে সম্প্রতি ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাতকারে মিজানুর রহমান জানিয়েছেন, ফরচুন বরিশাল এবারের বিপিএলে অংশ নিলে, তামিমও সেখানে খেলবেন। মিজানুর...