আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির মামলাটি আমলে নিয়ে এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজারের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদিপক্ষের কৌসুলী চকরিয়া আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট গোলাম ছরওয়ার। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন চকরিয়া পৌরসভার আবদুলবারী পাড়ার মোহাম্মদ সাকের আহমদ, উপজেলার মানিকপুরের ছাবের আহমদ, একই এলাকার বাসিন্দা (বর্তমানে চট্টগ্রাম মহানগরীর চান্দগাও বিব্লকের ৪০৮ নম্বর বাড়ির বাসিন্দা ডাক্তার আবদুল গণি সিকদার, কাকারা ইউনিয়নের মাইজকাকারা এলাকার মিজানুর রহমান, সরওয়ার আলম ও মানিকপুরের ভুমি সার্ভেয়ার নুরুল ইসলাম। মামলার এজাহারে বাদি চকরিয়া উপজেলার মানিকপুর মাজেরমুড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী জন্নাত আরা বেগম বলেন, চারমাস আগে এজাহারনামীয় তিন নম্বর আসামি ডাক্তার আবদুল গণি সিকদার থেকে আমমোক্তার নামামুলে মালিক হয়ে এক নম্বর আসামি সাকের আহমদ...