সরকার ঘোষণা দিয়েছে, ক্ষমতার প্রথম তিন বছরের মধ্যেই অবৈধ অভিবাসন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।পুলিশও জানিয়েছে, যারা অবৈধভাবে দেশে প্রবেশ করবে বা কাজ করবে, তাদের প্রতি কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।এ বিষয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেন, বায়োমেট্রিক নিবন্ধন এখন বাধ্যতামূলক প্রক্রিয়া। নির্ধারিত সময়ের মধ্যে এটি সম্পন্ন না করলে প্রবাসীরা ইমিগ্রেশন আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে পারেন।মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা যেন দ্রুততম সময়ে বায়োমেট্রিক সম্পন্ন করেন, যাতে কোনো ধরনের জটিলতায় পড়তে না হয়। পুলিশও জানিয়েছে, যারা অবৈধভাবে দেশে প্রবেশ করবে বা কাজ করবে, তাদের প্রতি কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।এ বিষয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেন, বায়োমেট্রিক নিবন্ধন এখন...