ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, ইসলামী ছাত্রশিবির জুলাই পরবর্তীসময়ে ছাত্ররাজনীতির মডেল ছিল। এজন্যই শিক্ষার্থীরা তাদের স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবির আয়োজিত শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাদিক কায়েম এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ডাকসু ভিপি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল সবচেয়ে মজলুম সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনেই বিশ্বজিৎকে আমরা শিবির সন্দেহে হত্যা করতে দেখেছি। আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পর শিবির সন্দেহে কাউকে মারার বৈধতাকে প্রশ্ন করা হয়। তবে তখনও মারার পর কেউ শিবির প্রমাণিত হলে সবাই এ বিষয়ে নিশ্চুপ থাকতো। দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি।’ সাদিক কায়েম বলেন, ‘সারা বিশ্বের সব বিশ্ববিদ্যালয় একেকটি জ্ঞান-বিজ্ঞানের হাব। সেখানে...