বাসে বা প্রাইভেট কারে ঢাকা থেকে সিলেট যেতে এখন সময় লাগে ৮ থেকে ১০ ঘণ্টা, যেখানে আগে ৫ ঘণ্টাতেই পৌঁছানো যেত। গরমে শিশু ও বৃদ্ধ যাত্রীরা কষ্টে ছটফট করেন, অনেকে পানির অভাবে অসুস্থ হয়ে পড়েন। অ্যাম্বুলেন্সেও রোগী আটকে থাকে এই অসহনীয় যানজটে যা একেবারেই মানবিকতার পরিপন্থী। দুর্ভোগের মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে অসংখ্য খুড়াখুড়ি, ধীরগতির সড়ক সংস্কার কাজ, অতিরিক্ত ট্রাক–কাভার্ডভ্যান, অদক্ষ ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়কের আশপাশে অবৈধ পার্কিং। প্রশাসনের নজরদারি সামান্য, আর কন্ট্রাক্টরদের উদাসীনতা যেন সীমাহীন। প্রতিদিন হাজারো যাত্রী কষ্টে দগ্ধ হলেও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর উদাসীনতা আশ্চর্যজনক। এভাবে চলতে থাকলে ঢাকা–সিলেট মহাসড়ক উন্নয়নের প্রতিশ্রুতি শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে। সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর আহ্বান অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। সংস্কার কাজে...