ঢাকা: Google Maps কে টক্কর দিতে ভারতের বাজারে নয়া অ্যাপ Mappls! নয়া এই নেভিগেশন অ্যাপের একটি ভিডিও শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে একাধিক ফিচার তুলে ধরা হয়েছে। এই অ্যাপ একেবারে স্বদেশী।ভারতীয় সংস্থা MapmyIndia তৈরি করেছে এটি। সংস্থার দাবি, গুগল ম্যাপে যে সমস্ত ফিচার রয়েছে, Mappls-এও তাই পাওয়া যাবে। শুধু তাই নয়, রাস্তার অবস্থা কেমন, কোথায় রয়েছে পেট্রল পাম্প, ধাবা সব জানতে পারবেন গ্রাহকরা। কেন্দ্রীয় রেলমন্ত্রী নয়া এই অ্যাপের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি মানুষকে ব্যবহার করার বার্তাও দিয়েছে।কেন্দ্রীয় মন্ত্রী ৬৯ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে নয়া এই অ্যাপের ফিচারের বিষয়ে জানানো হয়েছে। ভিডিওতে দেখানো হয়েছে, গ্রাহকদের সুবিধার কথা ভেবে Mappls-এ আন্ডারপাস বা ওভারব্রিজ যেখানে রয়েছে, সেখানে 3D ভিউ অপশন দেওয়া হয়েছে। যাতে ইউজারদের আন্ডারপাস কিংবা ওভারব্রিজ...