সেই ২০২২ সালে সবশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলেছিলেন দেশের তৃতীয় গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। এরপর থেকে দাবার অঙ্গনে অনিয়মিত। চাকরি মূলত দাবা থেকে দূরে থাকার অন্যতম কারণ। অনেক দিন পর দাবায় আবারও নিয়মিত পদচারণা শুরু হয়েছে রিফাতের। তবে খেলতে নয়, শেখাতে! দাবা ফেডারেশন জুনিয়র দাবাড়ুদের প্রশিক্ষণের আয়োজন করেছে। সেখানে দেশের অন্যতম দাবাড়ু রিফাত আছেন কোচের ভূমিকায়। গত আগস্টের মাঝামাঝি সময় থেকে সাকলায়েনদের সপ্তাহান্তে ক্লাস নিচ্ছেন। ফেডারেশনে অন্তত দুদিন প্রতিভাবানদের নিয়ে ৬৪ বোর্ডের খেলার নানান কৌশল হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন ৫১ বছর বয়সী দাবাড়ু। নতুনদের নিয়ে কাজ করতে পেরে রিফাতও উচ্ছ্বসিত। নিজের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে চাকরির ব্যস্ততার কারণে আমি ২০২২-এর পর থেকে দাবায় কোনও প্রতিযোগিতামূলক খেলাতে নেই। এবার ফেডারেশন থেকে সাধারণ সম্পাদক সুমন (তৈয়বুর রহমান) অনুরোধ করলেন...