আফগানিস্তান পুনর্দখলের পর দেশটির জাতীয় পতাকার পরিবর্তে নিজেদের সাদা পতাকা ওড়ানোর ঘোষণা দিয়েছে তালেবান। পতাকাটিতে শাহাদাতের বাণী ‘লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, মুহাম্মাদ আল্লাহর রাসুল লেখা আছে। ২০ বছর আফগানিস্তানকে নিজেদের কুক্ষিগত করে রেখেছিল যুক্তরাষ্ট্র। তারা চলে যাওয়ার পর দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। গত রোববার (১২ অক্টোবর) তালেবান সরকার জানায়, তারা পতাকা পরিবর্তনের পদক্ষেপ শুরু করেছে। দেশটির পতাকা পরিবর্তনের ইতিহাস নতুন নয়। মধ্য ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত দেশটি এক শতাব্দীরও বেশি আগে যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে, তখন থেকে এখন পর্যন্ত অন্তত ১৮ বার পাল্টেছে আফগানিস্তানের জাতীয় পতাকা। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা। তারা বলছেন, আফগান জাতীয় পতাকা তাদের স্বাধীনতা ও ঐক্যের প্রতীক, যা সরিয়ে ফেলা...