অর্থাৎ, এখন থেকে একজন গ্রাহক চাইলে বিকাশ থেকে নগদে, বা ব্যাংক হিসাব থেকে এমএফএসে সরাসরি টাকা পাঠাতে পারবেন। একইভাবে এমএফএস থেকেও ব্যাংকে টাকা স্থানান্তর করা যাবে — কোনও আলাদা সিস্টেমে না গিয়েই। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক বলেছে, এই নতুন ব্যবস্থায় লেনদেনের সময় প্রেরককে (যিনি টাকা পাঠাবেন) নির্দিষ্ট হারে ফি দিতে হবে। প্রাপককে (যিনি টাকা পাবেন) কোনও ফি দিতে হবে না। ফি’র হার নির্ধারণ করা হয়েছে এভাবে— ব্যাংকের ক্ষেত্রে সর্বোচ্চ ০.১৫ শতাংশ। পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) ক্ষেত্রে সর্বোচ্চ ০.২০ শতাংশ এবং এমএফএস প্রোভাইডারের ক্ষেত্রে সর্বোচ্চ ০.৮৫ শতাংশ। অবশ্য ফি’র সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। টাকা পাঠানোর আগে গ্রাহককে কত ফি কাটা হবে, তা স্পষ্টভাবে দেখাতে হবে এবং সেই অর্থ সরাসরি...