আগের দিন পঞ্চাশ ছোঁয়া ইনিংসকে সেঞ্চুরিতে রূপান্তর করলেন জন ক্যাম্পবেল ও শেই হোপ। শেষ উইকেটে চমৎকার জুটি উপহার দিলেন জাস্টিন গ্রেভস ও জেডেন সিলস। তাদের সৌজন্যে ঘুরে দাঁড়িয়ে ভারতকে লক্ষ্য দিল ফলো-অনে পড়া ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিনে অবশ্য স্বাগতিকদের সামনেই বড় জয়ের হাতছানি। আহমেদাবাদের মতো দিল্লি টেস্টেও ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল ক্যারিবিয়ানরা। তবে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিংয়ে ৩৯০ রান করে ভারতকে ১২১ রানের লক্ষ্য দেয় তারা। লক্ষ্য তাড়ায় ইয়াশাসভি জয়সওয়ালকে হারিয়ে ৬৩ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ভারত। জিততে শেষ দিনে তাদের চাই ৫৮ রান। সফরকারীদের ইনিংস ব্যবধানে হার থেকে বাঁচানোর নায়ক ক্যাম্পবেল ও হোপ। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ১১৫ রান করেন ওপেনার ক্যাম্পবেল। তার ১৯৯ বল ও ২৬৫ মিনিট স্থায়ী ইনিংসটি ৩ ছক্কা ও ১২ চারে সাজানো।...