প্যারাগুয়ে নিজেকে দক্ষিণ আমেরিকার প্রযুক্তি কেন্দ্র বা উদ্ভাবনের হাব হিসেবে গড়ে তুলতে চায়। ঠিক যেমনভাবে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি বিশ্বজুড়ে প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতীক হয়ে উঠেছে অনেকটা সেভাবেই। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যবর্তী এ দেশে বড় হয়েছেন গ্যাব্রিয়েলা সিবিলস। প্যারাগুয়ে ‘প্রযুক্তিতে খুব একটা উন্নত না’ এমন ধারণা নিয়েই বড় হয়েছেন তিনি। তবে, এখন তার লক্ষ্য, প্যারাগুয়েকে দক্ষিণ আমেরিকার সিলিকন ভ্যালি হিসেবে গড়ে তোলা। সিবিলসের জন্য সবকিছু একটু আলাদা ছিল। কারণ তার মা-বাবা প্রযুক্তি খাতে কাজ করতেন। ফলে ওই সময়ই তিনি আমেরিকায় গিয়ে পড়াশোনার অনুপ্রেরণা পেয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে’ থেকে কম্পিউটিং ও নিউরোসায়েন্সে পড়াশোনা করেছেন সিবিলস। স্নাতকোত্ততের পর সান ফ্রান্সিসকোর কাছে সিলিকন ভ্যালিতে আট বছর কাজের পাশাপাশি আমেরিকান বিভিন্ন স্টার্টআপে নানা পদে কাজের অভিজ্ঞতাও হয়েছে তার। তবে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার বদলে...