চতুর্থ দিন শেষে জয়ের পথটা প্রায় পরিষ্কারই করে ফেলেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের জন্য সিরিজের দ্বিতীয় টেষ্টে পঞ্চম তথা শেষদিনে শুভমন গিলের দলের প্রয়োজন ৫৮ রান, হাতে ৯ উইকেট। জন ক্যাম্পবেল এবং শাই হোপের ২৯৫ বলে ১৭৭ রানের জুটিতে ফলোঅন থেকে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে লড়ে তারা যদিও ভারতকে কেবল ১২১ রানের লক্ষ্য দিতে পেরেছে। দিল্লিতে টসে জিতে আগে ব্যাটে নেমেছিল ভারত। প্রথম ইনিংসে ১৩৪.২ ওভারে ৫ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। দ্বিতীয় দিনে ব্যাট শুরু করে তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত লড়ে প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ফলোঅনে পড়ে লড়াই করে কিছুটা সুবিধাজনক অবস্থানে পৌঁছায় উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে থামে উইন্ডিজ। ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২১ রান। ওপেনার জন ক্যাম্পবেল...