আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হেরে সিরিজ খোয়ানোর পর বাংলাদেশের কিছু সংবাদমাধ্যম প্রচার করে ২০২৭ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি টিম টাইগার্স। এমন সংবাদের প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানিয়েছে, কোয়ালিফাই করতে না পারা সম্পর্কিত সংবাদটি সঠিক নয়। সংবাদ পরিবেশনে দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। কিছু প্রতিবেদনে দলের ম্যাচ এবং র্যাঙ্কিং সম্পর্কে ভুল বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপিত হয়েছে, সেই বিষয়টি পরিষ্কার করেছে বিসিবি। আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অধীনে বাংলাদেশ ১৪ অক্টোবর ২০২৫ থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত দেশে-বিদেশে মিলিয়ে ২৪টি ওয়ানডে খেলবে। এ সময়টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়টির শেষে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ৮টি দল (স্বাগতিক সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে বাদে) সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে।...