চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের করা রিভিশন আবেদনের শুনানি শেষ হয়েছে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ বিষয়ে আদেশের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছেন। সালমান শাহর মায়ের আইনজীবী মো. ওবায়দুল্লাহ এ দিন রিভিশন আবেদনের পক্ষে শুনানি শেষ করেন। পরে তিনি বলেন, “আমরা মামলার কিছু ডকুমেন্ট চেয়ে রিভিশন দায়ের করি। ২০২২ সাল থেকে আমরা শুনানি শুরু করি। আজ শুনানি শেষ হল। আমরা শতভাগ আশাবাদী, আদালত আমাদের রিভিশন মঞ্জুর করবেন। এরপর তথ্যগুলো পর্যালোচনা করে আমরা মামলাটি পুনরায় তদন্তের আবেদন করব।”আরো পড়ুন:আপনার অনুপস্থিতি এখনো অবিশ্বাস্য মনে হয়: শাকিব খানশুভ জন্মদিন স্বপ্নের নায়ক: শাবনূর আপনার অনুপস্থিতি এখনো অবিশ্বাস্য মনে হয়: শাকিব খান সালমান শাহ ‘হত্যার’ বিচার দাবিতে এদিন ভক্তরা আদালতপাড়ায় মানববন্ধন করেন। ১৯৯৬...