ফাহমিদুর রহমান ফাহিম, রাবি ||রাইজিংবিডি.কম দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন উৎসবমুখর। সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট প্রচারে মুখর অ্যাকাডেমিক ভবন, আবাসিক হল, মেস ও আড্ডাস্থল। প্রার্থীরা দলবেঁধে শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন, করছেন কুশল বিনিময় এবং হাতে তুলে দিচ্ছেন লিফলেট ও হ্যান্ডবিল।আরো পড়ুন:নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়রাকসু: সাইবার বুলিং মুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়তে চান এষা রাকসু: সাইবার বুলিং মুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়তে চান এষা নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচার চালানো যাবে। পূনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী আনুষ্ঠানিক প্রচার চলবে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, প্রার্থীরা বিভিন্নভাবে...