এই মেটা নেটওয়ার্ক সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় আবারও বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে মেটার নতুন এআই (Artificial Intelligence) গোপনীয়তা নীতি। এই নীতি নিয়ে আসবে সামাজিক মাধ্যমে বিরাট পরিবর্তন। বিভিন্ন প্রযুক্তি সাইটের সূত্রে জানা গেছে এই নীতির মূল লক্ষ্য হলো, ব্যবহারকারীর সঙ্গে এআই চ্যাটবটের আলাপচারিতা থেকে পাওয়া তথ্য ব্যবহার করে আরও লক্ষ্যভিত্তিক ও ব্যক্তিগতকৃত (personalized) বিজ্ঞাপন তৈরি করা। একটু উদাহরণ দিলে বিষয়টি ভালো করে বুঝতে পারবেন, ধরুন আপনি মেটার এআই বটের সঙ্গে “ঢাকার সেরা রেস্টুরেন্ট”, “শিক্ষার জন্য বিদেশে যাওয়া”, কিংবা “ফিটনেস টিপস” নিয়ে কথা বললেন।সেই আলাপচারিতা থেকে মেটা নেটওয়ার্ক বুঝে যাবে আপনার আগ্রহের বিষয়গুলো। এরপর আপনি যখনই ফেসবুক বা ইনস্টাগ্রামে আসবেন, দেখবেন আপনার ফিডে রেস্টুরেন্ট, স্টাডি অ্যাব্রড বা ফিটনেস পণ্যের বিজ্ঞাপন আসতে শুরু করেছে। অনেকে...