ভারতের কৃষিক্ষেত্রে জড়িত ১০ হাজারেরও বেশি মানুষ গত এক বছরে আত্মহত্যা করেছেন— এমন তথ্য উঠে এসেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে। সংস্থাটির ২০২৩ সালের বার্ষিক অপরাধ পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর কৃষক ও কৃষিশ্রমিক মিলিয়ে আত্মহত্যা করেছেন মোট ১০ হাজার ৭৮৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬৯০ জন কৃষক এবং ৬ হাজার ৯৬ জন কৃষিশ্রমিক। এই সংখ্যা দেশের মোট আত্মহত্যার (১ লাখ ৭১ হাজার ৪১৮) প্রায় ৬ দশমিক ৩ শতাংশ। তথ্য অনুযায়ী, ভারতের মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে— সংখ্যা ৪ হাজার ১৫১ জন, যা কৃষিক্ষেত্রের আত্মহত্যার প্রায় ৩৮ শতাংশ। এর পরেই রয়েছে কর্নাটক (২ হাজার ৪২৩) ও অন্ধ্রপ্রদেশ (৯২৫)। এছাড়া মধ্যপ্রদেশে ৭৭৭ এবং তামিলনাড়ুতে ৬৩১ জন কৃষক ও কৃষিশ্রমিক আত্মহত্যা করেছেন। রিপোর্টে...