গত মে ও জুন মাসে সারা দেশে পুলিশের অপারেশনাল কার্যক্রমে সাহসিকতাপূর্ণ, পেশাদারত্ব ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ক্যাটাগারিতে ছয় পুলিশ সদস্যকে মনোনীত করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব ফরিদা খানমের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। বিপিএম পদকের জন্য মনোনীত হয়েছেন এএসআই (নিরস্ত্র) আতিক হাসান। পিপিএম পদের জন্য মনোনীত হয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর...