সোমবার (১৩ অক্টোবর) মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই অডিও ক্লিপটি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে চলমান ছাত্র-জনতার গণআন্দোলনের সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন। ফোনালাপে তিনি বলেন,“ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমায়েত হতে শুরু করেছে—মিরপুর, যাত্রাবাড়ী, উত্তরা, ব্র্যাক ইউনিভার্সিটি এবং অন্যান্য জায়গায়। শুরুতেই কিন্তু ইয়ে... করতে হবে। একদম শুরুতেই। ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে। এবার আর কোনো কথা নাই। এবার শুরুতেই দিবা।” প্রসিকিউটরের দাবি অনুযায়ী, অপর প্রান্তে থাকা ব্যক্তি ছিলেন কর্নেল রাজিব, যিনি সেই সময় প্রধানমন্ত্রীর ডেপুটি মিলিটারি সেক্রেটারি ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। এই মামলার আসামিদের তালিকায় রয়েছেন: শেখ হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী),আসাদুজ্জামান খান কামাল (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী),আরও একজন উচ্চপদস্থ কর্মকর্তা (নাম প্রকাশ হয়নি) চিফ প্রসিকিউটর...