জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান দমন অভিযানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সরাসরি গুলি চালানোর নির্দেশ’ দিয়েছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও কর্নেল রাজিবের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে এ তথ্য তুলে ধরেন তিনি।চিফ প্রসিকিউটর আদালতে ‘দ্য ডে ইলি স্টার’-এর একটি স্পেশাল ভিডিও রিপোর্ট প্রদর্শন করেন, যাতে দেখা যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও কল রেকর্ডের কথা। প্রতিবেদনে বলা হয়, ওই কল রেকর্ডে শেখ হাসিনা এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাকে আন্দোলন শুরুর আগেই কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিচ্ছেন।প্রসিকিউশন পরে আদালতে সেই অডিও কল রেকর্ডটি শোনায়। রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমা হতে শুরু করেছে। মিরপুর ১০ নম্বর, উত্তরা, তারপর...