জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার (১৩ অক্টোবর) ‘‘জাতীয় স্বাধীনতা পার্টির” উদ্যোগে ঢাকা ওয়াসার সুপেয় পানি নিশ্চিত করণ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনের সভাপতিত্ব করেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু। ড. এ আর খানের পরিচালনায় বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মোঃ সিদ্দিকুর রহমান— চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি, মোঃ মাও: ওবায়দুল হক, চেয়ারম্যান, নেজামে ইসলাম পার্টি, জাষ্টিজ পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ সৎ সংগ্রামী পার্টির চেয়ারম্যান মোবারক হোসেন বিজ্ঞানী, নারী নেত্রী এলিজা রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির ঢাকা উত্তরের সভাপতি জোয়ার্দার মঈনুল ইসলাম মিলন প্রমুখ। সভাপতির ভাষণে মিজানুর রহমান মিজু বলেন ঢাকা ওয়াসার সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। দুর্নীতিমুক্ত ঢাকা ওয়াসা গড়ে তুলতে হবে। কোন রকম অনিয়ম করা চলবে না।...