জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ তাড়িয়েছেন, সেটাই বড় অর্জন বলে ঊল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ব্যক্তিজীবনে তার কোনো চাওয়া-পাওয়া নেই। মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগকালে এ কথা বলেন এনসিপি নেতা। রংপুর-৪ আসনে (কাউনিয়া-পীরগাছা) দলের প্রার্থী হিসেবে আখতার হোসেন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আজ সকাল থেকে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় উঠান বৈঠক করেন তিনি। গণসংযোগকালে আখতার হোসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে হাত মেলান, কাউকে বুকে জড়িয়ে ধরেন। মনোযোগ দিয়ে অনেকের কথা শোনেন। এভাবেই একেবারে তৃণমূলের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপি নেতা। গণসংযোগে আখতার হোসেন বলেন,‘রংপুর বরাবরই...