বাংলাদেশ সরকার ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিলেও চলতি পূজার মৌসুমে ভারতে এসেছে মাত্র ১৪৪ টন ইলিশ। এর মধ্যে ৩৯ টন গেছে ত্রিপুরায়, বাদবাকি এসেছে কলকাতায়। এমন তথ্য জানিয়েছেন ভারতের ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আনোয়ার মাকসুদ। একই সাথে তিনি মনে করেন, বাংলাদেশের ইলিশ দুই পাড়ের বাঙালির মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এবার সেভাবে ইলিশ না মেলায় দাম বেড়েছে ঢাকা-কলকাতায়। তবে কলকাতার ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়লেও বাংলাদেশের ইলিশের চাহিদা ছিল ক্রেতাদের। ইলিশ কম আসায় আফসোস করছেন ব্যবসায়ীরা। শেষ হয়েছে দুর্গাপূজা। এবার দীপাবলি ও কালীপূজা। প্রতিবছর এই সময় কলকাতার বাজার ছেয়ে থাকে বাংলাদেশের ইলিশে। তবে এবারের চিত্র ভিন্ন। পূজার মৌসুম অথচ কলকাতায় নেই বাংলাদেশের রুপালি ফসল পদ্মার ইলিশ। এখন শহরের বাজার ছেয়ে আছে গুজরাট আর মিয়ানমারের ইলিশে। এ কারণে কিছুটা উদাস...