চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে একজন মারা গেছেন। তার নাম শওকত (২৫)। তিনি নগরীর পতেঙ্গা থানার বাসিন্দা। সোমবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার সকাল ১০টায় চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ড সংলগ্ন ভবনের ছাদে এসির কমপ্রেসর মেরামত কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। চমেক হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহত শওকত বিস্ফোরণের সময় ৭ তলা থেকে পড়ে গিয়ে আহত হন। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে এবং গুরুতরভাবে মাথায় ইনজুরি হয়। আইসিইউতে পাঠানো হলে তার মৃত্যু হয়। বিস্ফোরণে শওকতসহ তিন জন দগ্ধ হন। বাকি দুই জন হলে- নগরীর চকবাজার থানাধীন ডিসি রোডের কালাম কলোনির...