জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনাসহ খুনের সরাসরি নির্দেশদাতা ও গুরুত্বপূর্ণ অপরাধীদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে আমরা এই অপেক্ষায় আছি। তিনি বলেন, এ রকম আশ্বাস যদি আমরা পাই তাহলে মনে করি ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে জামালপুর জেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম এসব বলেন। এনসিপির এ নেতা বলেন, আমরা বাংলাদেশের আইন অঙ্গন থেকে শুরু করে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন, সচিব, নির্বাচন কমিশনসহ সকলের সঙ্গে কথা বলেছি, শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাঁধা নেই। যেহেতু আইনগত বাঁধা নেই। তাই আমরা প্রত্যাশা করি। আমাদের সঙ্গে অভ্যুত্থান পরবর্তি বাংলাদেশে, এমন একটি স্বাধীন নির্বাচন কমিশন, কোনোভাবেই প্রভাবে-প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারমূলক...