জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে নভেম্বরে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশনে (ইসি) প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী চলা বৈঠকে নিজেদের দাবির স্বপক্ষে নানান যুক্তি তুলে ধরে দলটি। বৈঠকের পর ব্রিফিংয়ে এসে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা অবশ্যই গণভোট (সংসদ নির্বাচনের) আগে চাচ্ছি। আমরা নভেম্বরে গণভোট করার জন্য বলে আসছি। আমাদের অতীতে অনেক গণভোট হয়েছে এবং সেখানে দেখা গেছে যে, ২১ দিনের ব্যবধানেও গণভোট হয়েছে, ১০ দিনেও হয়েছে, ১৭ দিনেও হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের কেউ কেউ বলছেন, নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায়, তাহলে গণভোট আবার অনিশ্চিত হয়ে যাবে। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয়, তাহলে আম ছালা দুটোই যাবে। এজন্য আমরা মনে করি, একটা সহজতর নির্বাচন (গণভোট), যাতে আমরা...