জুলাই ঘোষণাপত্র সংশোধন ও সংযোজনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন সচিবালয়ের উত্তর গেটে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে জুলাইযোদ্ধারা সচিবালয়ের উত্তর গেট দিয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দিতে দেখা গেছে। স্লোগানে মুখর হয়ে উঠে সচিবালয় এলাকা। জানা গেছে, এর আগে সকাল ১০টার দিকে শাহবাগ মোড়ে তারা অবস্থান করেন। জুলাইযোদ্ধা সংসদ নামে একটি সংগঠনের ব্যানারে দেশের বিভিন্ন জায়গায় থেকে অনেক জুলাইযোদ্ধা এখানে এসে উপস্থিত হন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে সংগঠনের পক্ষ থেকে ৫টি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো— জুলাই শহীদের ‘জাতীয় বীর’ এবং জুলাই আহতদের ‘বীর’ খেতাব দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে; শহীদ পরিবার...