জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দা, ওটিটি সিরিজসহ প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে অভিনয় করে যাচ্ছেন। এ মুহূর্তে অভিনয়ে তেমন ব্যস্ততা নেই বললেও চলে। তবে বড়পর্দায় বেশ প্রশংসিত তিনি। সম্প্রতি একটি পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাসনিয়া ফারিণ। সেই অনুষ্ঠানে নিজের পারফিউম সম্পর্কে পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী। এ সময় পারফিউম শোরুম উদ্বোধনে তাসনিয়া ফারিণের সঙ্গে ছিলেন অভিনেত্রী সাবিলা নূরও। উদ্বোধনী এ আয়োজনে তাসনিয়া ফারিণ বলেন, 'আমি ভীষণ খুশি যে এ আয়োজনে অংশ হতে পেরেছি।' এ সময় ফারিণের পাশাপাশি পারফিউম সম্পর্কে সাবিলা নূরও নিজের মত তুলে ধরেন। পারফিউম ব্যবহার ও ধরনের বিষয়ে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, পারফিউম তো অনেক ধরনেরই আছে। রোল অন, স্প্রে, মিস্ট বা উড— সব ধরনেরই ব্যবহার করা হয়। পারফিউমের প্রতি ভালোবাসা প্রকাশ করে...